Monday, October 3, 2022
HomeClass IXClass 9 Model Activity Task Physical ScienceModel Activity Task Physical Science Class 9 Part 1-ভৌতবিজ্ঞান (নবম শ্রেনীর সমস্ত...

Model Activity Task Physical Science Class 9 Part 1-ভৌতবিজ্ঞান (নবম শ্রেনীর সমস্ত বিষয় )

Model Activity Task Physical Science Class 9 Part 1-ভৌতবিজ্ঞান (নবম শ্রেনীর সমস্ত বিষয় )

Contents

Model Activity Task

Class 9 (নবম শ্রেনী)

Physical Science- (ভৌতবিজ্ঞান)

Part 1

Model Activity Task Physical Science Class 9 Part 1
Model Activity Task Physical Science Class 9 Part 1

 

দশম শ্রেনীর সমস্ত বিষয় 

[ninja_tables id=”4297″]

নবম শ্রেনীর সমস্ত বিষয় 

[ninja_tables id=”4432″]

 

১.ডাউন ও নিউটাউনের মধ্যে সম্পর্কটি প্রতিষ্টা করো।

উত্তর : 1 নিউট্রন (N) = 1 কিলোগ্রাম × 1মি /সে ²

                              = 1000 গ্রাম × 100 সেমি /সে²

                              =10^{5}গ্রাম সেমি / সে ²

                              =10^{5} ডাইন

অতএব 1 নিউট্রন(N) = 10^{5} ডাইন

২.একটি নিস্তড়িত পরমাণুর K কক্ষে 2 টি,L কক্ষে 8 টি ও M কক্ষে 2 টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্কো কত ? মৌলোটির পরমাণুর M কক্ষে এর ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লেখো।

উত্তর : 

মৌলটির মত ইলেকট্রন সংখ্যা = 2+8+2=12

অতএব প্রোটন সংখ্যা = 12

সুতরাং মৌলটির পরমাণু ক্রমাংক 12

মৌলের পরমানুটির M কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ান হবে তার প্রোটন সংখ্যা = থাকবে 

কিন্তু ইলেকট্রন সংখ্যা দুই কমে গিয়ে 10 হবে।

ফলে উৎপন্ন অনয়টিতে দুটি ধনাত্মক চার্জ বেশি থাকবে।

তাই আয়নটির সংকেত হবে M ²+ (M = মৌলের চিহ্ন)

সপ্তম শ্রেনীর সমস্ত বিষয় 

[ninja_tables id=”4403″]

অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়

[ninja_tables id=”4404″]

৩. একটি মাপনী চোঙ এর সাহায্যে কিভাবে তুমি এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে ?

উত্তর :

মাপনি চোঙ শুকনো করে এর মধ্যে ড্রপারের সাহায্যে বেশ অনেক সংখ্যক জলের ফোঁটা (200-300টি) ফেলা হল।

এরপর মাপণী চোঙ এ জমা হওয়া জলের আয়তন নীর্ণয় করা হল।

জলের আয়তন V cm ³ এবং ফোটার সংখ্যা n হলে জলের একটি ফোটার আয়তন হবে V/n cm ³

৪. রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি গুলি লেখো।

উত্তরঃ

রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি গুলি নিম্নে আলোচনা করা হলো :

  • ১.রাদারফোর্ডের মডেল এ বলা হয়েছে যে তড়িৎ যুক্ত কনা ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে অত্যন্ত দ্রুতগতিতে অবিরাম ঘূর্ণনশীল। যেহেতু ইলেকট্রন তরিৎযুক্ত কনা সেহেতু ঘূর্ণন কলে তড়িৎ চুম্বকীয় তত্বনুসারে ইলেকট্রনগুলো তড়িৎ চুম্বকীয় শক্তি বিকিরণ করবে এবং এতে শক্তি পথের ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পেতে থাকবে এবং এক সময় নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়বে,ফলে পরমাণুর গঠন নষ্ট করবে।
  • ২. নিউক্লিয়াসের চারপাশে আবর্তনশীল ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে পরমাণুর নিরবচ্ছিন্ন বর্ণালী উৎপন্ন হওয়ার কথা, কিন্তু পরমাণু প্রকৃতপক্ষে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালি সৃষ্টি করে।
৫. একটি খেলনা গাড়ি 20 cm/s বেগে চলছিল।1 মিটার দূরত্ব যাওয়ার পরে ওই গাড়ির বেগ দাড়ালো 50 cm/s । গাড়ির ত্বরণ নিৰ্ণয় করো।

উত্তরঃ

আমরা জানি v ²=u ² +2as

যেখানে প্রাথমিক বেগ u =20cm/s অন্তিম বেগ v= 50cm/s

দূরত্ব s = 1 মিটার = 100 cm; ত্বরণ a = ?

 

 

পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয় 

[ninja_tables id=”4296″]

ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয় 

[ninja_tables id=”4401″]

সপ্তম শ্রেনীর সমস্ত বিষয় 

[ninja_tables id=”4403″]

অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়

[ninja_tables id=”4404″]

দশম শ্রেনীর সমস্ত বিষয় 

[ninja_tables id=”4297″]

নবম শ্রেনীর সমস্ত বিষয় 

[ninja_tables id=”4432″]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

FansLike
FollowersFollow
0FollowersFollow
FollowersFollow
SubscribersSubscribe
- Advertisment -

Most Popular

State Wise Govt Jobs In India