Model Activity Task Class 9 Physical Science Part 7-ভৌতবিজ্ঞান (নবম শ্রেনীর সমস্ত বিষয় )
Contents
Model Activity Task
Class 9
Physical Science
Part 7

দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]
১. ঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ঘনত্বের SI একক হলো-
(ক)m/kg³
(খ) m³/kg³
(গ) m³/kg
(ঘ) kg/m³
উত্তর: (ঘ) kg/m³
১.২ একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেল? এই পরীক্ষা থেকে প্রদত্ত লবণে নীচের যে আয়নটির অস্তিত্ব প্রমাণিত হয় তা হলো-
(ক) কার্বনেট
(খ) সালফেট
(গ) নাইট্রেট
(ঘ) ক্লোরাইড
উত্তর: (গ) নাইট্রেট
১.৩ যে মিশ্রণটি কোলয়ডীয় নয়, তা হলো—
(ক) কুয়াশা
(খ) গোল্ড সল
(গ) চিনির দ্রবণ
(ঘ) দুধ
উত্তর: (গ) চিনির দ্রবণ
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :
২.১ পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন। উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হবে?
উত্তর: উষ্ণতা বৃদ্ধির ফলে জলে পটাসিয়াম নাইট্রেট এর দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায় ।
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]
২.২ প্লবতার SI একক কী?
উত্তর: প্লবতার SI একক হল নিউটন ।
২.৩ জুল ও আর্গের মধ্যের সম্পর্ক লেখো।
উত্তর: জুল ও আর্গ এর মধ্যে সম্পর্ক হল 1 জুল= 10⁷ আর্গ।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ “একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলো 9.8 x 10¹¹ dyne/cm²” এই কথাটির অর্থ ব্যাখ্যা করো।
উত্তর: “একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলো 9.8 x 10¹¹ dyne/cm²” এই কথাটির অর্থ হলো ধাতুটির তৈরি একটি তারের অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারের প্রস্থচ্ছেদের প্রতি বর্গ | সেন্টিমিটার ক্ষেত্রফলের 9.8 x 10¹¹ dyne বল প্রয়োগ করতে হবে।
৩.২ জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়ার সমীকরণসহ লেখো।
উত্তর: জিংক কে সোডিয়াম হাইড্রোক্সাইড এর গাড় দ্রবণের সহ উত্তপ্ত করলে সোডিয়াম জিংকেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ।
৩.৩ নির্দিষ্ট উদ্বৃতায় একটি দ্রাবের 54g, 150g জলে দ্রবীভূত হলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ঐ উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করো।
উত্তর: নির্দিষ্ট উষ্ণতায় তরল এর কঠিন এর দ্রাব্যতা = (গ্রামে প্রকাশিত দ্রাবের ভর/ গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর) × 100
ওই উষ্ণতার ওই দ্রব্যে জলের দ্রাব্যতা = (54/150) × 100 = 36
৩.৪ এক কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 m/s বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো।
উত্তর:
আমরা জানি বস্তুর গতিশক্তি = \frac{1}{2}mv^{2}
এখানে, বস্তুটির ভর m = 1kg
বস্তুটির বেগ v = 1 m/s
গতিশক্তি = \left ( \frac{1}{2} \right ) × ভর × (গতিবেগ)²
=\left ( \frac{1}{2} \right ) × 1 × 1² = 0.5 জুল
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :
৪.১ নীচের প্রতিটির একটি করে উদাহরণ দাও:
(ক) অভিকর্ষ বল কাজ করছে, (খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, (গ) বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না।
উত্তর: (ক) একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে।
(খ) একটি বস্তুকে উপরের দিকে তোলা হচ্ছে, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে।
(গ) এক ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হেটে গেল এক্ষেত্রে বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না কারণ অভিকর্ষ বল ও সুটকেসের সরন পরস্পর লম্ব।
8.2 500ml দ্রবণে 34.2 g সুক্রোজ (আণবিক ওজন 342) দ্রবীভূত করা হলো। দ্রবণের গাঢ়ত্ব mol/L ওg/L এককে নির্ণয় করো।
উত্তর:
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]