Model Activity Task Class 8 Sceince Part 7-পরিবেশ বিজ্ঞান (অষ্টম শ্রেনীর সমস্ত বিষয় )
Contents
Model Activity Task
Class 8 (অষ্টম শ্রেনী)
Sub:- Sceince (পরিবেশ বিজ্ঞান)
Part 7
অষ্টম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান

সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
Model Activity Task Class 8 Sceince Part 7
১. ঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ আপেক্ষিক তাপের একক হলো-
(ক) ক্যালোরি g °C
(খ) ক্যালোরি / g °C
(গ) ক্যালোরি g / °C
(ঘ) ক্যালোরি °C/g
উত্তর: (খ) ক্যালোরি / g °C
১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের সময়-
(ক) অ্যানোডে সোডিয়াম উৎপন্ন হয়।
(খ) অ্যানোডে বিজারণ ঘটে
(গ) ক্যাথোডে জারণ ঘটে
(ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
উত্তর: (ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
১.৩ ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো-
(ক) অ্যানোফিলিস মশা
(খ) কিউলেক্স মশা
(গ) এডিস মশা
(ঘ) বেলেমাছি।
উত্তর: (গ) এডিস মশা
২. ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও:
২.১ অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
উত্তর: ঠিক।
২.২ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়।।
উত্তর: ঠিক।
২.৩ অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়।
উত্তর: ঠিক।
Model Activity Task Class 8 Sceince Part 7
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
Model Activity Task Class 8 Sceince Part 7
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।
উত্তর: যে প্রক্রিয়ায় তাপ মাধ্যম ছাড়াই বেশি উষ্ণ অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাকে বিকিরণ প্রণালী বলে।
উদাহরণ: সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়।
৩.2 CuSO4 + Fe= Cu+ FeSO4 বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখো।
উত্তর:
৩.৩ ডায়ারিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে?
উত্তর: ডায়ারিয়া হলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে—
(i) শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যেতে পারে।
(ii) শরীরের পাচক রস নষ্ট হয়ে যেতে পারে।
(iii) মলের সঙ্গে থেকে রক্ত বের হতে পারে।
(iv) শরীরের জলসাম্য, অম্ল-ক্ষারের ভারসাম্য এমনকি লবণের ভারসাম্যও নষ্ট হয়ে যেতে পারে।
৩.৪ মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করো।
উত্তর:
বিষয় | মেজর কার্প | মাইনর কার্প |
আকার | আকারে বড়ো হয় | আকারে ছোট হয় |
ডিম্ পাড়ার ধরণ | সাধারণত বদ্ধ জলে ডিম্ পাড়ে না | সাধারণত বদ্ধ জলে ডিম্ পাড়ে |
Model Activity Task Class 8 Sceince Part 7
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]
Model Activity Task Class 8 Sceince Part 7