Model Activity Task Class 7 Geography Part 7- ভূগোল (মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 7 ভূগোল পাট 7) )
Contents
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 7 ভূগোল পাট 7
class 7
Sub:- Geography (পরিবেশ ও ভূগোল)
Part 7

সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
Model Activity Task Class 7 Geography Part 7
১। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ভূআলোড়নের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝের ভূভাগ ওপরে উঠে যে ভুমিরূপ সৃষ্টি করে তা হলো –
(ক) মহাদেশীয় মালভূমি
(খ) স্তুপ পর্বত
(গ) আগ্নেয় পর্বত
(ঘ) লাভা মালভূমি
উত্তরঃ (খ) স্তুপ পর্বত
১.২ দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো –
(ক) নদী অববাহিকা
(খ) দোয়াব
(গ) মোহনা
(ঘ) ধারণ আববাহিকা
উত্তরঃ (খ) দোয়াব
Model Activity Task Class 7 Geography Part 7
১.৩ একটি পাললিক শিলার উদাহরণ হলো –
(ক) গ্রানাইট
(খ) ব্যাসল্ট
(গ) মার্বেল
(ঘ) চুনাপাথর
উত্তরঃ (ঘ) চুনাপাথর
১.৪ ঠিক জোড়াটি নির্বাচন করো –
(ক) দক্ষিণ আফ্রিকা – উষ্ণ জলবায়ু
(খ) চিনদেশীয় জলবায়ু – খেজুর গাছ
(গ) জাম্বেজি নদী – ভিক্টোরিয়া জলপ্রপাত
(ঘ) আফ্রিকার পূর্ব দিক – ভূমধ্যসাগর
উত্তরঃ (গ) জাম্বেজি নদী – ভিক্টোরিয়া জলপ্রপাত
Model Activity Task Class 7 Geography Part 7
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
২। একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.১ ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লেখো।
উত্তরঃ ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম হলো উত্তর ভারতের সমভূমি।
২.২ নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়?
উত্তরঃ নদীর উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়।
২.৩ কোন শ্রেনির মৃত্তিকায় বালি ও কাদার পরিমান প্রায় সমান থাকে?
উত্তরঃ দোআঁশ মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে।এটি একটি পলিমাটির রূপ।
২.৪ দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকার তৃণভূমি ভেল্ড নামে পরিচিত।
Model Activity Task Class 7 Geography Part 7
৩। সংক্ষিপ্ত উত্তর দাও ঃ
৩.১ নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো।
উত্তরঃ নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টির দুটি শর্ত হলো –
- নদীতে পলির পরিমাণ অনেক বেশি হলে এবং ভূমির ঢাল অনেকটাই কমে গেলে বদ্বীপ সৃষ্টি হতে পারে।
- নদীর বহন ক্ষমতা কমে গেলে এবং প্রবল সমুদ্রস্রোত না থাকলে নদীর সঙ্গমস্থলে বদ্বীপ গড়ে ওঠে।
৩.২ ‘জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক’ – বক্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তরঃ মৃত্তিকা গঠনে জলবায়ু সর্বাপেক্ষা সক্রিয় ভূমিকা পালন করে। জলবায়ুর প্রধান দুটি উপাদান হলো বৃষ্টিপাত ও উষ্ণতা।
- বৃষ্টিপাত: বৃষ্টিপাতের পরিমাণ ও তীব্রতা বেশি হলে মৃত্তিকা আম্লিক হয়ে যায় এবং মৃত্তিকা তাড়াতাড়ি সৃষ্টি হয়।
- উষ্ণতা: কোন স্থানে উষ্ণতা বেশি হলে মাটির স্তর গুলি বেশ ভালোভাবে তৈরি হয় অর্থাৎ মাটি গভীর হয়। মাটিতে জৈব পদার্থ বেশি হয়।
Model Activity Task Class 7 Geography Part 7
৪। নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ সাহারায় জলবায়ু কীভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে?
উত্তরঃ সাহারা মরুভূমি পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম এবং উষ্ণতম মরুভূমি। এই মরুভুমি স্থানীয় বাসিন্দাদের জীবনে বেশ প্রভাব ফেলে। নিম্নে তা সংক্ষেপে আলোচনা করা হলো-
- এই স্থানে দিনের বেলা ভীষণ গরম থাকে প্রায় 58 ডিগ্রী সেলসিয়াস। রাত্রেবেলা বেশ ঠান্ডা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রা এত পার্থক্য বেশি হওয়ায় এই স্থানের বাসিন্দাদের জীবনযাত্রায় পার্থক্য লক্ষ্য করা যায়।
- এই স্থানের ক্যাকটাস জাতীয় গাছপালা দেখা যায় যেমন ঘাস, খেজুর ইত্যাদি। এই স্থানে খাদ্যের অসুবিধা থাকায় মানুষেরা সাধারণত যাযাবর হয়। উট নিয়ে নিয়ে এরা এক স্থান থেকে অন্য স্থানে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়।
- পশুর দুধ,মাংস এদের প্রধান খাদ্য এছাড়াও এই স্থানের বিশেষ কিছু গাছের রস এরা পানীয় হিসেবে পান করে।
- সময়ের সাথে সাথে সাহারা পাল্টাচ্ছে জায়গায় জায়গায় ঘাস লাগানো হচ্ছে রাস্তা বানানো হচ্ছে। উটের বদলে ট্রাকের দ্বারা ব্যবসা করা হচ্ছে সুদূর ভবিষ্যতে বোধহয় সাহারার এই রুক্ষ ভয়াল চেহারা আর থাকবে না।
৫। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ
৫.১ ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো।
উত্তরঃ ভঙ্গিল পর্বত সৃষ্টি:-
বর্তমানে যে স্থানে বিশালাকার ভঙ্গিল পর্বতগুলি অবস্থান করছে, সেই স্থানে পর্বত সৃষ্টির পূর্বে ছিল এক বিশাল অগভীর সমুদ্র বা মহীখাত।হাজার হাজার বছর ধরে ওইসব মহীখাতে উভয়দিকের স্থলভাগের ক্ষয়প্রাপ্ত পলি সঞ্চিত হলে মহীখাতের তলদেশ ক্রমশ বসে যায়।মহীখাতের তলদেশ ক্রমশ বসে গেলে পার্শ্ববর্তী ভূখণ্ড ক্রমশ মহীখাতের দিকে সরে আসতে থাকে এবং প্রবল চাপের ফলে মহীখাত ক্রমশ সরু ও গভীর হতে থাকে। এর ফলে মহীখাতে সঞ্জিত পাললিক শিলাস্তর সঙ্কুচিত হয় ও ভাঁজ যুক্ত হয়ে উপরে উঠে পড়ে। এইভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়।
দুটি মহাদেশীয় মহাসাগরীয় পাত মুখোমুখি অগ্রসর হলে তাদের মধ্যে প্রবল। সংঘর্ষ ঘটে এবং ভারী নিমজ্জিত পাতটি গলে গিয়ে ম্যাগমা শিলাস্তরের ফাটল পথে ভূপৃষ্ঠে চলে এসে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে।
Model Activity Task Class 7 Geography Part 7
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]