Model Activity Task Class 6 Part 7 Science – আমাদের পরিবেশ (ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয় )
Contents
Model Activity Task
Class 6
Sub:- Science ( পরিবেশ বিজ্ঞান )
Part 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান

পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
Model Activity Task Class 6 Part 7 Science
১। ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটি ঠিক নয় তা হলো –
(ক) পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি
(খ) পাললিক শিলাস্তরের নীচে পেট্রোলিয়াম জমা হয়
(গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়
(ঘ) পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি করা হয়
উত্তরঃ (গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়
১.২ যেটা SI একক নয় সেটা হলো –
(ক) কিলোগ্রাম
(খ) মিটার
(গ) সেকেন্ড
(ঘ) ইঞ্চি
উত্তরঃ (ঘ) ইঞ্চি
১.৩ সারা শরীর থেকে উর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছোয় সেটি হলো –
(ক) ডান নিলয়
(খ) বাম নিলয়
(গ) ডান অলিন্দ
(ঘ) বাম অলিন্দ
উত্তরঃ (গ) ডান অলিন্দ
২। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ ইলেকট্রিক ইস্ত্রি | (ক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা |
২.২ তাপ বিদ্যুৎ কেন্দ্র | (খ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি |
২.৩ অণুচক্রিকা | (গ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি |
(ঘ) রোগ প্রতিরোধে সাহায্য করা |
উত্তরঃ
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ ইলেকট্রিক ইস্ত্রি | (খ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি |
২.২ তাপ বিদ্যুৎ কেন্দ্র | (গ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি |
২.৩ অণুচক্রিকা | (ক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা |
Model Activity Task Class 6 Part 7 Science
৩। একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ কোনো ধাতুর আকরিক বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।
উত্তরঃ যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ‘ওর ‘ (Ore) বলা হয়।
৩.২ খাদ্য পিরামিডের এক পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়?
উত্তরঃ
- এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময়, শক্তির একটা অংশ নানান শারীরবৃত্তীয় কাজে খরচ হয়। শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টিস্তরে পৌঁছোতে পারে না।
- পুষ্টিস্তরের অন্তর্গত জীবরা মরে যায়।মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টিস্তরের জীবরা ওই শক্তি ব্যবহার করতে পারে।
৩.৩ জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীর কী কী ব্যবস্থা আছে?
উত্তরঃ আমাদের শরীরে জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য ব্যবস্থা আছে। মুখগহ্বরের লালায় উপস্থিত লাইসোজাইম, পাকস্থলিতে উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি ওই জীবাণুদের ধ্বংস করতে সাহায্য করে।
৩.৪ “মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে” – কারণগুলি কী কী?
উত্তর : নিম্নলিখিত কারণে মানবদেহে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে-
(i) যথেষ্ট খাবার না খাওয়া
(ii) প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া
(iii) কোনো রোগের কারনে
(iv) বংশগত অস্বাভাবিকতার কারনে
Model Activity Task Class 6 Part 7 Science
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
Model Activity Task Class 6 Part 7 Science
৪। তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ খাতার পৃষ্ঠার মতো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফুঁ দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। বারনৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও।
উত্তরঃ বারনৌলির নীতি অনুসারে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই গ্যাস বা তরলের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয় । খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে মাঝখানে জোরে ফুঁ দিলে কাগজদুটির মধ্য দিয়ে ফুঁ-এর বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন ওই জায়গার বায়ুর চাপ কমে যাচ্ছে। ফলে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটোর উপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুঁ-এর জায়গার বায়ুর চাপের থেকে বেশি।তাই কাগজ দুটো খুব কাছাকাছি এসে জোড়া লেগে যায়।
৪.২ অস্থির কাজ কী কী?
উত্তরঃ
অস্থির কাজগুলি হলো –
(i) দেহের কাঠামো তৈরীতে সাহায্য করে।
(ii) দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গকে (ফুসফুস) রক্ষা করে।
(iii) দেহকে নির্দিষ্ট আকার প্রদান করে।
(iv) দেহের সকল অঙ্গের ভার বহন করে এবং চলনে সাহায্য করে।
অন্যান্য বিষয়ের উত্তরের জন্য ঃ
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 বাংলা উত্তর part 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 ইংরেজি উত্তর part 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 ইতিহাস উত্তর part 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 ভূগোল উত্তর part 7
Model Activity Task Class 6 Part 7 Science
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]