Model Activity Task Class 6 Geography Part 7- ভূগোল উত্তর (ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়)
Contents
Model Activity Task
Class 6 (ষষ্ঠ শ্রেনী)
Sub:- Geography (পরিবেশ ও ভূগোল)
Part 7

পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
Model Activity Task Class 6 Geography Part 7
Model Activity Task Class 6 Geography Part 7
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৫.১ কী কী উপায়ে মাটি সংরক্ষণ করা যেতে পারে বলে তুমি মনে করো?
উত্তর : মৃত্তিকা সংরক্ষণের উপায় গুলি হলো নিম্নরূপ-
বনভূমি সৃষ্টি:
উদ্ভিদের শিকড় এক দিকে যেমন মৃত্তিকাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকে, অন্যদিকে বৃষ্টির ফোঁটার আঘাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে মৃত্তিকা ক্ষয় নিবারন করে।এসব কারণে বনভূমি নষ্ট না করে প্রয়োজন মতো নতুন বনভূমি সৃষ্টি করে মৃত্তিকা ক্ষয় প্রতিহত করতে সক্ষম হয়।
শস্যাবর্তন:
একই জমিতে পর্যায় ক্রমে বিভিন্ন ফসলের চাষ করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে, ঠিক তেমনি সারা বছর ধরে ফসল উৎপাদন করা হয় বলে জমি কখনো খালি পড়ে থাকে না, তাই বৃষ্টি ও বায়ুর দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পরিমান কমে যায়।
পশুচারন নিয়ন্ত্রন :
পশুচারন নিয়ন্ত্রনের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় কমানো সম্ভব। কারণ পশুচারন কম হলে মৃত্তিকায় তৃণ ও অন্যান্য উদ্ভিদের আবরন বেড়ে যায়, পশুর পায়ের আঘাতে মৃত্তিকা আলগা হওয়ার পরিমান হ্রাস পায়। এভাবে নিয়ন্ত্রিত পশুচারন মৃত্তিকা ক্ষয় কে নিয়ন্ত্রন করতে সাহায্য করে।
নদীর পাড় ভাঙন রোধ :
নদীর পাড় ভাঙন প্রতিরোধ করার জন্য নদীর পাড় বরাবর কংক্রিটের বাঁধ নির্মান, বোল্ডার দ্বারা পাড় বাঁধন এবং অনেক সময় বালির বস্তা ব্যবহার করা হয়ে থাকে।
ঝুমচাষ নিষিদ্ধ করন :
পাহাড়ি অঞ্চলে বন জঙ্গল কেটে পরিষ্কার করে প্রাচীন পদ্ধতিতে চাষবাস কে ঝুমচাষ বলে। এই ক্ষেত্রে বনভূমি কেটে চাষ করা হয় বলে ভূমি উন্মুক্ত হয়ে বায়ু ও জলপ্রবাহ দ্বারা ক্ষয় হয়ে যায়। তাই যে সব অঞ্চলে এই ঝুমচাষ করা হয় তা বন্ধ করতে পারলে ভূমিক্ষয়ের পরিমান হ্রাস পায়।
Model Activity Task Class 6 Geography Part 7
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]