[New] Model Activity Task Class 6 Bengali Part 2 February 2022|model activity task class 6 Bengali part 2 in pdf|model activity task class 6 Bengali part 2 today
আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের Allindjob ওয়েবসাইডে তোমাদের সবাইকে স্বাগত।এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের দেওয়া ২০২২ সালের ফেব্রুয়ারি ( February) মাসের ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিভাবে ডাউনলোড করবেন এবং কি ভাবে লিখবেন সে বিষয়ে আলোচনা করবো।
![[New] Model Activity Task Class 6 Bengali Part 2 February 2022](https://www.allindjob.com/wp-content/uploads/2022/02/মডেল-অ্যাক্টিভিটি-টাস্ক-পার্ট-২-10.png)
[New] Model Activity Task Class 6 Bengali Part 2 February 2022
Contents
Model Activity Task Part 2, February 2022
বাংলা (Bengali)
ষষ্ঠ শ্রেণী (Class 6th)
পূর্ণমান – ২০
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ × ৩ = ৩
১.১ শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম
(ক) ১৯৩৩ সালে
(খ) ১৯৪৭ সালে
(গ) ১৯৬১ সালে
(ঘ) ১৯৬৯ সালে
উত্তর: (ক) ১৯৩৩ সালে
১.২ মাস্টারমশাই বিভীষণ দাশ যে পাখির কথা বলছিলেন—
(ক) শঙ্খচিল
(খ) এমু
(গ) বাজ
(ঘ) বক
উত্তর: (খ) এমু
১.৩ শংকরের স্বপ্নে দেখা এমুপাখি যে গাছের ডালে এসে বসেছিল—
(ক) নারকেল
(খ) সুপুরি
(গ) সবেদা
(ঘ) তাল
উত্তর: (গ) সবেদা
Model Activity Task Class 6 Bengali Part 2 February
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩
২.১ অভিমন্যু সেনাপতি কে?
উত্তর: শঙ্করের বাবা হলেন অভিমুন্য সেনাপতি।
২.২ শংকর কোন্ স্কুলে পড়ে?
উত্তর: শংকর আকন্দ বাড়ি স্কুলে পড়ে।
২.৩ ‘বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?’—কে একথা বলেছেন?
উত্তর: সেনাপতি শংকর গল্পে শিক্ষক বিভীষণ দাস শংকরকে একথা বলেছে।
Model Activity Task Class 6 Bengali Part 2 February
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ৩x৩=৯
৩.১ ‘চমকে উঠল ছেলেটি।’—কে চমকে উঠেছে? তার চমকে ওঠার কারণ কী?
উত্তর: প্রশ্নে উদ্ধৃত অংশটি আমাদের পাঠ্য শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘সেনাপতি শংকর’ গল্পের অংশ এখানে শংকর চমকে উঠেছে ।
তার চমকে ওঠার কারণ হলো আকন্দবাড়ী স্কুলের প্রথম শ্রেণীর প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে বিভীষণ দাস মাস্টার মশাই যখন ইমু পাখির কথা বর্ণনা করেছিলেন তখন শংকর স্কুল বাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আনমনা হয়ে পড়েছিল । সে দেখেছিল নারকেল গাছের মাথার উপর দিয়ে ডানা মেলে শঙ্খচিল ভাসছে । তখন সে রাতে স্বপ্নের কথা মনে করেছিল যে সে এমন ভাবে ভেসে বেড়াচ্ছিল । ডানার বদলে দুহাতে বাতাস কেটে যেন শঙ্খচিল দলের মতো এগিয়ে যাচ্ছিল, এমন সময় বিভীষণ দাশ মাস্টারমশাই এর চিৎকারে শংকর চমকে উঠেছিল ।
৩.২ ‘সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল।—সকলে হেসে উঠেছিল কেন?
উত্তর: প্রশ্নে উদ্ধৃত অংশটি আমাদের পাঠ্য শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘সেনাপতি শংকর’ গল্পের অংশ । প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে শংকর আনমনা থাকায় মাস্টারমশাই বিভীষণ দাস তাকে ধমক দিয়ে বলেন যে তিনি কী পড়াচ্ছেন ? সেটা শংকর জানে কিনা ? এ প্রশ্নের উত্তরে বলে যে তিনি এমু পাখির কথা পড়াচ্ছেন তখন মাস্টার মশাই তাকে জানতে চাই সে কোনদিন এমু পাখি দেখেছে কিনা এর উত্তরে সম্মতি জানিয়ে বলে যে সে ঘোলপুকুরের বড় দীঘির পাড়ে সবেদা গাছের ডালে এমু পাখি কে বসতে দেখেছে। একথা শুনে সারা ক্লাস হাসিতে ফেটে পড়েছিল ।
৩.৩ বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য কোন্ কোন্ সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন?
উত্তর: বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য যে যে সাবধানতা অবলম্বন করার কথা বলেছে সেগুলি হল সাবধানে পা টিপে টিপে চলতে হবে, জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো। কারণ এই রং গাছের পাতা সঙ্গে মিশে থাকে, বেগুনি রঙের জামা পড়লে খুবই ভালো কারণ পাখি কোন রং দেখতে পায় না।
৪.নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :
‘শংকরের বুকটা গর্বে ফুলে উঠল। — শংকরের গর্বিত হওয়ার কারণ ‘শংকর সেনাপতি রচনাংশ অনুসরণে বুঝিয়ে দাও।
উত্তর: শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শংকর সেনাপতি গল্প থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে । এখানে পাখি দেখার জন্য শিক্ষকের উপদেশ অনুযায়ী সাবধানে পা টিপে টিপে চলতে হবে জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো কারণ এই রং গাছের পাতার পাতার সঙ্গে মিশে থাকে বেগুনি রঙের জামা পরলে খুবই ভালো কারণ পাখি বেগুনি রং দেখতে পায় না । বিভীষণ মাস্টারমশাই শংকর কে বলেছিলেন গাছে গাছে ঘোড়ার কথা অনেক পাখি দেখার কথা, বলেছিলেন যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর সব পাখি, গাছপালা দেখতে, এটা শুনে শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠেছিল ।
Note:- এই উত্তরের PDF ডাউনলোড করুন >>(উত্তর ডাউনলোড)
Latest Bengali Education & Jobs News Site – BanglarShikha.Com
[Part 2]Model Activity Task 2022 February All Class PDF Download