Model Activity Task Class 5 January 2022 Part 1
Contents
Class 5 All Subject Part 1 2022 January
[Part 8] Model Activity Task Class 5 Math Part 8- পঞ্চম শ্রেণী গণিত (Allindjob.com)
Model Activity Task
Class 5 (পঞ্চম শ্রেণী)
Sub:- Math (গণিত )
Part 8
![[Part 8] Model Activity Task Class 5 Math Part 8](https://www.allindjob.com/wp-content/uploads/2021/11/jgjgj.jpg)
Model Activity Task Class 5 Math Part 8 combined
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
১.১. ৬- এর স্থানীয় মান ৬ × ১০০ এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলাে
(a) ৬০৩০
(b) ০৬৩০
(c) ০৩৬০
(d) ০৩০৬
উত্তর: (b) ০৬৩০
১.২. নীচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলাে
(a) ১৮২৩২৭
(b) ১৮৮০৮৪
(c) ১৮০৭৭৬
(d) ১৮৬০৩০
উত্তর: (c) ১৮০৭৭৬
১.৩. ১৩৮ × ২৯ =
(a) ১৩৮ × ২ + ১৩৮ × ৯
(b) ১৮৩ × ২ + ১৮৩ × ৯
(c) ১৩৮ × ৯ + ১৩৮ × ২০
(d) ১৮৩ × ৯ + ১৮৩ × ২০
উত্তর: (c) ১৩৮ × ৯ + ১৩৮ × ২০
১.৪. নীচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক ৩ সেই সংখ্যা দুটি হলাে
(a) ২১ ও ১০
(b) ১৭ ও ২৪
(c) ১৮ ও ১৪
(d) ১২ ও ১৫
উত্তর: (d) ১২ ও ১৫
১.৫. \frac{2}{3} -এর একটি সমতুল্য ভগ্নাংশ হলাে
উত্তর: (d)
১.৬. \frac{1}{4}, \frac{3}{32} -কে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে
(a) ৩/১২, ৩/৩২
(b) ৩/৮, ৩/৩২
(c) ৮/৩২, ৩/৩২
(d) ৪/৩২, ৩/৩২
উত্তর: (c) ৮/৩২, ৩/৩২
১.৭ ১/৫ + ২/৫ =
(a) ৩/১০
(b) ১৩/১০
(c) ১৩/৫
(d) ৩/৫
উত্তর: (d) ৩/৫
Model Activity Task Class 5 Math Part 8 combined
২. সত্য/মিথ্যা (T/F) লেখাে :
২.১. দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু, সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়াে হবে।
উত্তর: মিথ্যা
২.২. দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০।
উত্তর: মিথ্যা
২.৩. ২২৫ টাকা মূল্যের ২২১টি বই-এর দাম (২২৫ + ২২১) টাকা।
উত্তর: মিথ্যা
২.৪. সবচেয়ে বড়াে সংখ্যা ১১ দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য।
উত্তর: সত্য
২.৫. ০.৫ < ০.০৫
উত্তর: মিথ্যা
২.৬
সরলরেখা দুটি পরস্পরছেদী সরলরেখা।
উত্তর: সত্য
২.৭. আয়তাকার চিত্রের পরিসীমা = ২ দৈর্ঘ্য + প্রস্থ।
উত্তর: মিথ্যা
Class 5 Model Activity Task Link :
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ ও শরীরশিক্ষা
৩. স্তম্ভ মেলাও :
৩. ১
ক | খ |
২৫০২৫০ | |
২৫২৫০ | পঁচিশ হাজার পাঁচ শত কুড়ি |
২৫৫২০ | ২০০০০০ + ৫০০০০ + ২০০ + ৫০ |
উত্তর:
ক | খ |
২৫০২৫০ | ২০০০০০ + ৫০০০০ + ২০০ + ৫০ |
২৫২৫০ | |
২৫৫২০ | পঁচিশ হাজার পাঁচ শত কুড়ি |
৩.২.
ক | খ |
সরলরেখা | দুটি প্রান্তবিদু আছে |
সরলরেখাংশ | প্রান্তবিদু নেই |
রশ্মি | একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী |
সমবিন্দু সরলরেখা | একটি প্রান্তবিদু আছে |
উত্তর:
ক | খ |
সরলরেখা | প্রান্তবিদু নেই |
সরলরেখাংশ | দুটি প্রান্তবিদু আছে |
রশ্মি | একটি প্রান্তবিদু আছে |
সমবিন্দু সরলরেখা | একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী |
Model Activity Task Class 5 Math Part 8 combined
৪. ফাঁকা স্থান পূরণ করাে:
৪.১. \sqrt{144}
উত্তর:
৪.২. \frac{18}{18}-\frac{15}{18}
উত্তর:
৪.৩. 6\frac{3}{5}
উত্তর:
৪.৪. তােমার কাছে ৪.৫০ টাকা জমা ছিল। আমি ১৫.৫০ টাকা দিলাম। তােমার কাছে মােট কত টাকা হলাে?
উত্তর:
৫.
৫.১. তুমি তােমার মায়ের থেকে ২৫ বছরের ছােটো। বর্তমানে তােমার মায়ের বয়স ৩৬ বছর। দুই বছর পর তােমাদের বয়সের সমষ্টি কত হবে?
উত্তর: বর্তমানে আমার মায়ের বয়স ৩৬ বছর
আমার বয়স, আমার মায়ের থেকে ২৫ বছরের ছোট
∴ আমার বর্তমান বয়স = (৩৬-২৫) বছর = ১১ বছর
∴ দুই বছর পর আমার বয়স হবে = (১১+২) বছর = ১৩ বছর
এবং আমার মায়ের বয়স হবে = (৩৬+২) বছর = ৩৮ বছর
∴ দুই বছর পর আমাদের বয়সের সমষ্টি হবে = (১৩+৩৮) বছর = ৫১ বছর
৫.২. মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু নির্ণয় করাে : ৪৫,৭৫
উত্তর: ৪৫ এর মৌলিক উৎপাদকগুলি হল = ১×৩×৩×৫
এবং ৭৫ এর মৌলিক উৎপাদকগুলি হল = ১×৩×৫×৫
∴ নির্ণেয় ল.সা.গু = ১×৩×৫×৩×৫ = ২২৫
Model Activity Task Class 5 Math Part 8 combined
৫.৩. একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার। প্রতি বর্গমিটার ৬ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে?
উত্তর: বর্গাকার মাঠের দৈর্ঘ্য = ৪০ মিটার
∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (৪০×৪০) বর্গমিটার = ১৬০০ বর্গমিটার
∴ ১ বর্গমিটারে খরচ হয় = ৬ টাকা
১৬০০ বর্গমিটারে খরচ হয় = (৬×১৬০০) টাকা = ৯৬০০ টাকা
৫.৪.
ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করাে।
উত্তর:
ঘষা অঞ্চলের দৈর্ঘ্য = ৬ মি. এবং প্রস্থ = ৪ মি.
∴ ঘষা অঞ্চলের পরিসীমা = ২ (দৈর্ঘ্য+প্রস্থ) একক
= ২(৬+৪) মিটার
= ২×১০ মিটার
= ২০ মিটার
Class 5 Model Activity Task Link :
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ ও শরীরশিক্ষা
Model Activity Task Class 5 Math Part 8 combined
Class 7 Model Activity Task Link :
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ ও শরীরশিক্ষা
Model Activity Task Class 7 Science Part 8
Class 7 Model Activity Task English Part 8
[Part 8] Class 5 Model Activity Task English Part 8 Combined
H
Hi
Hello
Good job.Thanks for help.All answers are correct.So your are very trustworthy.