Model Activity Task Class 5 Health and Physical Education Part 7- স্বাস্থ্য ও শারীরশিক্ষা [PDF Download]
Contents
Model Activity Task
Class 5 (পঞ্চম শ্রেনী)
Sub:- Health and Physical Education (স্বাস্থ্য ও শারীরশিক্ষা )
Part 7

পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
Model Activity Task Class 5 Health and Physical Education Part 7
১। শূন্যস্থান পূরণ করো : ১ × ৬ = ৬
(ক) আগুন যে কোনো স্থানেই আগুন লাগলে
____________ সৃষ্টি করে,
দাউ দাউ জ্বলে আগুনের শিখা
থাকা যায় না তো ঘরে।
উত্তরঃ ভীতির
(খ) আগুন
অযথা দৌড়াদৌড়ি না করে
নেমে এসো রাস্তায়,
নিকটবর্তী ______________ যেন
খবর পৌঁছে যায়।
উত্তরঃ দমকলে
(গ) আগুন
______________ গন্ধ যদি নাকে আসে
হতে হবে সাবধান,
দ্রুততার সাথে বন্ধ করবে
গ্যাসেরই তো নবখান।
উত্তরঃ গ্যাসের
(ঘ) আগুন
শাড়ির ______________ খাবার নামালে
বিপদ হতেই পারে,
সাঁড়াশিটা কাছে রাখতেই হবে
ঠিকমতো ব্যবহারে।
উত্তরঃ আঁচলে
ঙ) আগুন
গ্যাসের গন্ধ পেলেই দরজা
_______________ দাও খুলে,
জ্বলন্ত স্টোভে কেরোসিন যেন
ঢালবে না কেউ ভুলে।
উত্তরঃ জানালাটা
(চ) আগুন
হুকিং করাটা বড়ো _________________
তেমনি ভয়ঙ্কর,
অসাবধানেতে আগুন লাগলে
পুড়ে যাবে বাড়িঘর।
উত্তরঃ অপরাধ
Model Activity Task Class 5 Health and Physical Education Part 7
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
২। নীচের ছবিগুলি শনাক্ত করে ছবির বক্তব্য কয়েকটি বাক্যে বর্ণনা করো। ৩ x ৩ = ৯
(ক) উত্তর: চিত্রটিতে গ্যাসের গন্ধ নাকে আসছে এবং গ্যাসের উনুনটি জ্বলন্ত অবস্থায় রয়েছে । এক্ষেত্রে সর্বপ্রথমে দেখতে হবে যে গ্যাসের নব বন্ধ রয়েছে কিনা। যদি বন্ধ না থাকে তবে দ্রুত বন্ধ করতে হবে । এছাড়া যদি সন্দেহ হয় যে গ্যাসের পাইপ থেকে গ্যাস লিক করছে তবে তৎক্ষণাৎ গ্যাস সরবরাহকারী সংস্থাকে খবর দিতে হবে ।
(খ) উত্তর: এই চিত্রটিতে জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢালা হচ্ছে । এটি কখনই করা উচিত নয় । এতে আগুন লেগে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । স্টোভে তেল ঢালার সময় সর্বদা স্টোভ বন্ধ করে তবেই তেল ঢালতে হবে ।
(গ)উত্তর: এই চিত্রটিতে এক ব্যক্তি ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমোচ্ছে । যে কোনো সময় মোমবাতিটি উল্টে গিয়ে ঘরে আগুন লেগে যেতে পারে । এছাড়া মোমবাতি ঘরে জ্বলতে থাকলে বিষাক্ত কার্বন-মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় যার ফলে শ্বাসকষ্ট হতে পারে এমনকি ব্যক্তিটির প্রাণহানি পর্যন্ত হতে পারে।
পঞ্চম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের উত্তর জানার জন্য এখানে ক্লিক করো
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 বাংলা উত্তর পাট 7
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 ইংরেজি উত্তর পাট 7
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 আমাদের পরিবেশ উত্তর পাট 7
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 গণিত উত্তর পাট 7
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা উত্তর পাট 7
Model Activity Task Class 5 Health and Physical Education Part 7
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]