[Part 8] Model Activity Task Class 4 Math Part 8-চতুর্থ শ্রেণীর গণিত (Allindjob.com)
Model Activity Task ( মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 8 গণিত / অংক)
Class 4
Sub:- Maths
Part 8

[Part 8] Model Activity Task Class 4 Math Part 8 Combined pdf
Contents
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : ১ × ৭ = ৭
১.১) চার অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ০৩০০
(b) ০৩০
(c) ০০৩০
(d) ৩০০০
উত্তর: (d) ৩০০০
১.২) ৬৬৬৬ সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান
(a) ৬
(b) ৬০
(c) ৬০০
(d) ৬০০০
উত্তর: (c) ৬০০
১.৩) পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলাে
(a) ৫৪০৫
(b) ৫৪৫০
(c) ৫৫০৪
(d) ৫০৪৫
উত্তর: (d) ৫০৪৫
১.৪) ৩, ৫, ৪, ৭ এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড়াে চার অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ৭৪৫৩
(b) ৩৪৫৭
(c) ৭৫৩৪
(d) ৭৫৪৩
উত্তর: (d) ৭৫৪৩
১.৫) সমান ৩ ভাগের ১ ভাগ হলাে
(a) ৩/১
(b) ১
(c) ১/৩
(d) ৩-১
উত্তর: (c) ১/৩
১.৬) লব ৩ ও হর ৮ হলে, ভগ্নাংশটি হবে
(a) ৩/৮
(b) ৮/৩
(c) ১-এর থেকে বড়াে
(d) ১-এর সমান
উত্তর: (a) ৩/৮
১.৭) রং করা অংশটি হলাে
(a) ১/৩
(b) ১/৬
(c) ৩/৬
(d) ৬/৩
উত্তর: (c) ৩/৬
[Part 8] Model Activity Task Class 4 Math Part 8 Combined pdf
২. সত্য / মিথ্যা (T/F) লেখাে : ১ × ৭ = ৭
২.১
উত্তর: ৩৮০০
২.২) ৯ × ১১ গুণফলটি ৭ × ১১ গুণফল থেকে ২২ বেশি।
উত্তর: সত্য
২.৩) ২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান ১০।
উত্তর: মিথ্যা
২.৪) ৯৯৯ -এর পরের সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা।
উত্তর: মিথ্যা
২.৫) \frac{১}{৩}> \frac{১}{২}
উত্তর: মিথ্যা
২.৬) ১০০ মিটার = ১ সেন্টিমিটার।
উত্তর: মিথ্যা
২.৭) ৩ × ১০০০ গ্রাম = ৩ কিগ্রা.।
উত্তর: সত্য
[Part 8] Model Activity Task Class 4 Math Part 8 Combined pdf
৩. ৩.১. স্তম্ভ মেলাও : ৩ × ২ = ৬
প্রথম স্তম্ভ | দ্বিতীয় স্তম্ভ |
২০০০+৩০০+৪০+৫ | দুই হাজার চারশত পয়ত্রিশ |
২৪৩৫ | |
২৩৫৪ | ২৩৫০ থেকে ৫ কম |
উত্তর:
প্রথম স্তম্ভ | দ্বিতীয় স্তম্ভ |
২০০০+৩০০+৪০+৫ | ২৩৫০ থেকে ৫ কম |
২৪৩৫ | দুই হাজার চারশত পয়ত্রিশ |
২৩৫৪ |
৩.২. ফাকা ঘর পূরণ করাে :
উত্তর:
[Part 8] Model Activity Task Class 4 Math Part 8 Combined pdf
Class 4 Model Activity Task Link :
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা
[Part 8] Model Activity Task Class 4 Math Part 8 Combined pdf
৪. ৪.১. ছকটি পূরণ করাে: ৪ × ৫ = ২০
সামান্য ভগ্নাংশ | দশমিক ভগ্নাংশ | ||
(a) | সমান ১০ ভাগের ৫ ভাগ | ||
(b) | ০.৭ |
উত্তর:
সামান্য ভগ্নাংশ | দশমিক ভগ্নাংশ | ||
(a) | সমান ১০ ভাগের ৫ ভাগ | \frac{৫}{১০} | ০.৫ |
(b) | সমান ১০ ভাগের ৭ ভাগ | \frac{৭}{১০} | ০.৭ |
৪.২. a) ৭-এর একটি জোড় গুণিতক এবং একটি বিজোড় গুণিতক লেখাে।
উত্তর: ৭-এর একটি জোড় গুণিতক হল ১৪ এবং একটি বিজোড় গুণিতক হল ৭
b) ৩ এবং ৫-এর দুটি সাধারণ গুণিতক লেখাে।
উত্তর: ৩ এর গুণিতক গুলি হল – ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০…….
৫ এর গুণিতক গুলি হল – ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫…….
৩ এবং ৫-এর দুটি সাধারণ গুণিতক হল – ১৫, ৩০
৪.৩. যােগ করাে :
উত্তর:

৪.৪. চিকুর ৫ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে ২ মিটার ৩০ সেমি দৈর্ঘ্যের একটি টুকরাে কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে?
উত্তর:
৫ মিটার ০০ সেমি.
– ২ মিটার ৩০ সেমি.
___________________________________
২ মিটার ৭০ সেমি.
∴ ২ মিটার ৭০ সেমি. লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে।
৪.৫. আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে ৬৭০ টাকার বিস্কুট ও ৭৭৫ টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে ১০০০ টাকা আছে। আর কতাে টাকা লাগবে?
উত্তর:
১. ঠিক উত্তর নির্বাচন করো : ১ × ৬ = ৬
১.১ কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো –
(ক) বট
(খ) পলাশ
(গ) ফণীমনসা
(ঘ) আম
উত্তরঃ (গ) ফণীমনসা
১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নিষ্ক্রিয় গ্যাস
(ঘ) কার্বন ডাইঅক্সাইড
উত্তরঃ (খ) অক্সিজেন
১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো –
(ক) গন্ডার
(খ) ডোডো
(গ) কুমির
(ঘ) হরিণ
উত্তরঃ (খ) ডোডো
১.৪ চাঁদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে
(ক) উত্তর থেকে দক্ষিণ দিকে
(খ) দক্ষিণ থেকে উত্তর দিকে
(গ) পূর্ব থেকে পশ্চিম দিকে
(ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে
উত্তরঃ (ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে
১.৫ ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলো –
(ক) লোহা আর টিন
(খ) তামা আর টিন
(গ) লোহা আর তামা
(ঘ) তামা আর সোনা
উত্তরঃ (খ) তামা আর টিন
১.৬ টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলো
(ক) চৈত্র
(খ) বৈশাখ
(গ) শ্রাবণ
(ঘ) পৌষ
উত্তরঃ (ঘ) পৌষ
[Part 8] Model Activity Task Class 4 Science Part 8 Combined pdf
২. শূন্যস্থান পূরণ করো: ১ × ৪ = ৪
২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো ___________________ ।
উত্তরঃ জোড়া
২.২ বাটখারা দিয়ে কোনো জিনিসের ___________________ মাপা হয়।
উত্তরঃ ওজন
২.৩ _____________________ থেকে বেরোয় লালারস।
উত্তরঃ লালাগ্রন্থি
২.৪ পৃথিবীর ____________________ হলো চাঁদ।
উত্তরঃ উপগ্রহ
Class 4 Model Activity Task Link :
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা
৩. ঠিক বাক্যের পাশে ‘✔’ আর ভুল বাক্যের পাশে ‘X’ চিহ্ন দাও :
৩.১ কেঁচোর শিরদাঁড়া আছে।
উত্তরঃ ‘X’
৩.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত।
উত্তরঃ ‘✔’
৩.৩ আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত।
উত্তরঃ ‘✔’
[Part 8] Model Activity Task Class 4 Science Part 8 Combined pdf
৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
৪.১ মৃৎশিল্প | (ক) পুরুলিয়া |
৪.২ ছৌ নাচ | (খ) দার্জিলিং |
৪.৩ সিল্কের শাড়ি | (গ) কৃষ্ণনগর |
(ঘ) বিষ্ণুপুর |
উত্তরঃ
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
৪.১ মৃৎশিল্প | (গ) কৃষ্ণনগর |
৪.২ ছৌ নাচ | (ক) পুরুলিয়া |
৪.৩ সিল্কের শাড়ি | (ঘ) বিষ্ণুপুর |
[Part 8] Model Activity Task Class 4 Science Part 8 Combined pdf
৫. একটি বাক্যে উত্তর দাও :
৫.১ ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায়?
উত্তরঃ ধ্রুবতারাকে আকাশের উত্তর দিকে দেখা যায় ।
৫.২ এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখাে যা সহজে মাটিতে মিশে যায় না।
উত্তরঃ প্লাস্টিক হলো এমন একটি বর্জ্য পদার্থ যা সহজে মাটিতে মিশে যায় না ।
৫.৩ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
উত্তরঃ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন -এ রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ।
[Part 8] Model Activity Task Class 4 Science Part 8 Combined pdf
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ ২ × ৬ = ১২
৬.১ কী করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে?
উত্তরঃঢেঁকি বা হলারমেশিন ব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করব।
৬.২ ফুসফুস ভালো রাখার উপায় কী কী?
উত্তরঃ ফুসফুস ভালো রাখার উপায় গুলি হল
(i) নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে ।
(ii) ধোয়া ও ধুলোবালি থেকে দূরে থাকতে হবে ।
(iii) অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার যেমন- আঙ্গুর , আপেল , আনারস খেতে হবে।
৬.৩ কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সাহায্য করে?
উত্তরঃ কৃত্রিম উপগ্রহগুলি থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই । তাছাড়া মোবাইল এ কথা বলা , টি ভি দেখা ও রেডিও শোনার পেছনেও এদের ভূমিকা রয়েছে ।
৬.৪ ডোকরার পুতুল কীভাবে বানানো হয়?
উত্তরঃ মৌ-মোম আর ধুনোর চাঁচে গলানো পিতল ঢেলে ডোকরার পুতুল বানানো হয়। প্রথমে ধাতু গলিয়ে তা ছাঁচে ঢেলে মূর্তি বানানো হয় এবং পরে ছাঁচ কেটে মূর্তি বের করা হয়।
৬.৫ আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন?
উত্তরঃ মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে সারা বছর ধরে মাংস, দুধ, চামড়া প্রভৃতি পাওয়া যাবে । এর সঙ্গে আত্মরক্ষা, যাতাযাত প্রভৃতি কাজে পশুদের ব্যবহার করা যাবে । তাতে সুবিধা অনেক বেশি । তাই মানুষ পশুকে পোষ মানিয়ে ছিল ।
৬.৬ অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন?
উত্তরঃ আমরা সবাই জানি চাঁদের নিজের কোনো আলো নেই। সূর্যের আলোকে চাঁদ প্রতিফলন করে উজ্জ্বল হয় কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর উপগ্রহ তাই সে পৃথিবীর চারদিকেও ঘোরে। ফলে অমাবস্যার সময় যখন পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ এসে দাঁড়ায়। এই মুহুর্তে চাঁদের কোনো অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে না। তাই অমাবস্যায় চাঁদকে দেখা যায় না।
[Part 8] Model Activity Task Class 4 Science Part 8 Combined pdf
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৭.১ “বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন” – কেন এমন হচ্ছে বলে তােমার মনে হয়?
উত্তরঃ
- মানুষ জঙ্গল সব কেটে ফেলছে । প্রাণীদের খাবার ও জলের অভাব দেখা দিচ্ছে ।
- মানুষ জলাভূমি বন্ধ করে ফেলছে ।
- বর্তমানে ফসলের জমিতে প্রচুর সার ও কীটনাশক ব্যবহৃত হয় এর ফলে বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে ।
- এছাড়া বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে ।
৭.২ বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী কী করা উচিত বলে তােমার মনে হয়?
উত্তরঃ বিষাক্ত সাপ কামড়ালে
- বিষদাত লেগে থাকলে তা তুলে ফেলতে হবে ।
- ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুতে হবে ।
- হাতের বাহুতে / পায়ের উরুতে বাঁধন দিতে হবে । তবে এক – দেড় ঘন্টা অন্তর বাঁধন খুলে আবার হালকা ভাবে বাঁধতে হবে ।
- দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে ।
- রোগীকে সাহস দিতে হবে ।
- রোগী বমি করতে চাইলে তা করতে দিতে হবে ।
- স্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে স্বাস দিতে হবে ।
৭.৩ “বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে” – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে।
উত্তরঃ বাসস্থানের কাছাকাছি জল থাকার সুবিধাঃ
- জলপথে আসা -যাওয়া করা যায় ।
- মাছ চাষ ও মাছ ধরা যায় ।
- খুব সহজেই ক্ষেতের জলের প্রয়োজন মেটানো যায় ।
- তাছাড়াও রান্না করা , স্নান করা , কাপড় কাচা , ইত্যাদি কাজে প্রয়োজনীয় জলের যোগান পাওয়া যায় ।
[Part 8] Model Activity Task Class 4 Science Part 8 Combined pdf
[Part 8] Model Activity Task Class 4 Science Part 8 Combined pdf
আরও পড়ুন
Class 4 Model Activity Task Link :
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা
Class 6 Model Activity Task Link :
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা
[Part 8] Model Activity Task Class 4 Math Part 8 Combined pdf
Class 10 Model Activity Task English Part 8
[Part 8] Model Activity Task Class 4 Math Part 8 Combined pdf
[Part 8] Model Activity Task Class 4 Math Part 8 Combined