পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
Model Activity Task Class 10 Bengali Part 3
Contents
Model Activity Task
Class 10
Sub:- Bengali
Part 3

1. তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়।- ‘বহরুপী গল্পের আলােকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করাে।
বিরাগী রুপি হরিদা কে তার বন্ধুরা চিনতে না পারলেও ঘরে ফিরে মাদুরের ওপর রাখা উত্তরীয় এবং ঝোলা দেখে তাদের ভুল ভেঙে যায়। তখন তার বন্ধুরা হরি দা কে জিজ্ঞেস করে জগদীশবাবু তোমাকে 100 টাকা দিতে চেয়েছিল কিন্তু তুমি নিলেনা কেন? হরিদা তখন স্পষ্ট জানিয়ে দেয় আমি বিরাগী সেজে গিয়েছিলাম। বিরাগীদের টাকা পয়সা ধন সম্পত্তির ওপর কোনো লোভ থাকে না। তাই আমি টাকা নেই নি আর হরিদা বলে আমি যদি টাকা নিয়ে নিতাম তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যেত।
2. ‘ঘুচাব এ অপবাদ, বধি রিপুকুলে।- বক্তা কে? কোন অপবাদের কথা তিনি বলেছেন? উক্ত অপবাদ ঘােচানাের জন্য তিনি কীভাবে প্রস্তুত হলেন ?
অপবাদ ঘোচানোর জন্য বীর মেঘনাথ বীর আবরণে যুদ্ধের সাজে সেজে ওঠেন। যেমনভাবে উমার পুত্র কার্তিক তারকাসুর বধ কালে সেজেছিলেন ঠিক তেমনভাবে মেঘনাদও বিলাসবাসন ত্যাগ করে যুদ্ধের সাজে সেজে ওঠে। তখন ইন্দ্রজিতের মনে তীব্র যুদ্ধের উন্মাদন। তিনি শীঘ্র রথ আনার নির্দেশ দেন। স্ত্রী প্রমীলাকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন। মেঘনাদের লঙ্কা যাত্রার সময় আকাশ-বাতাস কম্পিত হয়ে ওঠে।
3. ‘তোমাদের কাছে আমি লজ্জিত।’— বক্তা কাদের কাছে কেন লজ্জিত তা সিরাজদ্দৌলা নাট্যাংশ অনুসরণে আলােচনা করাে।
ফরাসিরা খুবই শান্ত, নিরীহ মানুষ । তারা সিরাজউদ্দৌলার অনুমতি নিয়ে বাংলায় ব্যবসা-বাণিজ্য করে। বাংলার ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল চন্দননগর। কিন্তু ইংরেজরা নবাবের অনুমতি না নিয়ে চন্দননগরে ব্যবসা-বাণিজ্য আরম্ভ করে। এর ফলে ফরাসিদের এবং ইংরেজদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ইংরেজরা জোরপূর্বক ফরাসিদের ঘাঁটি দখল করে নেয়। ফরাসি প্রতিনিধি মসিএ লা এই আক্রমণের প্রতিবাদ জানিয়ে নবাবের সাহায্য প্রার্থনা করেন। কয়েকদিন আগে বাংলার নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ করার ফলে নবাবের লোকবল এবং অর্থবল উভয়ই এতটাই কমে গিয়েছে যে ফরাসিদের ইংরেজদের প্রতিহত করার ক্ষমতা তার আর ছিল না । তাই তিনি ফরাসিদের কাছে লজ্জিত বলে জানিয়েছেন।
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
4. ওই ভাঙা-গড়া খেলা যে তার কিসের তবে ডর?- কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী ?
5. ‘বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলআনাই বজায় আছে। বাবুটি কে? তার স্বাস্থ্য এবং যােলােআনা শখের পরিচয় দাও।
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]