Class 9 Model Activity Task Physical Science Part 6- ভৌতবিজ্ঞান (নবম শ্রেনীর সমস্ত বিষয় )
Contents
Model Activity Task
Class 9 (নবম শ্রেনী)
Sub:- Physical Science (ভৌতবিজ্ঞান)
Part 6

দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]
১. ঠিক উত্তর নির্বাচন করো ঃ
১.১ কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো –
(ক) Nm
(খ) Nm²
(গ) N/m²
(ঘ) N/m
উত্তরঃ (ঘ) N/m
১.২ গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো –
(ক) N₂O₅
(খ) N₂O
(গ) NO₂
(ঘ) NO
উত্তরঃ (গ) NO₂
১.৩ একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোঁড়া হলো। যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির –
(ক) গতিশক্তি সর্বাধিক
(খ) স্থিতিশক্তি সর্বাধিক
(গ) গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান
(ঘ) গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম
উত্তরঃ (খ) স্থিতিশক্তি সর্বাধিক
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরুপণ করো ঃ
২.১ ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে।
উত্তরঃ সত্য
২.২ যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রঙ হলুদ তার pH>7।
উত্তরঃ সত্য
২.৩ কার্য একটি ভেক্টর রাশি।
উত্তরঃ মিথ্যা
৩. সংক্ষিপ্ত উত্তর দাও ঃ
৩.১ জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো।
উত্তরঃ জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন খুব সহজেই সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। সোডিয়াম ক্লোরাইড দ্রবীয় হওয়ায় Na+ ও Cl- আয়ন গঠন দ্বারা জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় সহজেই কারণ জল নিজেও একটি ধ্রুবীয় দ্রাবক।
কিন্তু প্রোটিন অনু অধ্রুবীয় তাই ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না।
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
৩.২ কোনো বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো (2mE)¹/²
উত্তরঃ
বস্তুটির ভর= m
ও গতিশক্তি = E
ধরি, বস্তুটির বেগ =U
ஃ বস্তুটির গতিশক্তি E = \frac{1}{2}mU^{2}
বা, U² = \frac{2E}{m}
বা, U = \sqrt{\frac{2E}{m}}
তাহলে বস্তুটির রৈখিক ভরবেগ,
P = m\times U
= m\times \sqrt{\frac{2E}{m}}
= \sqrt{\frac{2E\times m^{2}}{m}}
=\sqrt{2mE}
= (2mE)^{\frac{1}{2}}
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ
৪.১ একটি জৈব যৌগে ভর অনুপাত 0.031% ফসফরাস আছে। যদি ঐ যৌগটির অণুতে একটিই অণুতে একটিই ফরফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো (তোমাকে দেওয়া আছে P = 31)। যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি বলতে পারো?
উত্তরঃ
100 গ্রাম জৈবযৌগে ফসফরাস (P) আছে 0.031
প্রশ্নানুসারে,
0.031 গ্রাম ফসফরাস উপস্থিত 100 গ্রাম জৈবযৌগে
1 গ্রাম ফসফরাস উপস্থিত \frac{100}{0.031}গ্রাম
31 গ্রাম ফসফরাস উপস্থিত \frac{100\times 31}{0.031} গ্রাম
= 100000 গ্রাম
ফসফরাসের আনবিক ভর 31
যৌগটির মোলার ভর হবে 100000 গ্রাম / মোল
যৌগটির একটি অনুর আয়তন হবে = \frac{22.4}{6.023\times 10^{23}} লিটার = 3.71Х10-²³ লিটার
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]