Class 9 Model Activity Task Life Science Part 6- জীবনবিজ্ঞান (নবম শ্রেনীর সমস্ত বিষয় )
Contents
Model Activity Task
Class 9
Sub:- Life Science
Part 6
জীবন বিজ্ঞান

দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো –
১.২ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো –
১.৩ নীচের যে বিশেষ সংযোগী কলাকে ‘রিজার্ভ পেসমেকার’ বলা হয় সেটিকে শনাক্ত করো –
২.১ সূর্যালোকের _________ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়।
২.২ A গ্রূপের ব্যক্তির রক্তে ________ অ্যাগ্লুটিনিন থাকে।
২.৩ পেঁপে গাছের তরুক্ষীরে _________ নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে।
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
৩.১ মুখবিবরে কীভাবে শর্করাজাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো।
৩.২ কোশ থেকে কোশে পরিবহণে ব্যাপনের ভূমিকা ব্যাখ্যা করো।
৪.১ মানবদেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলোচনা করো। শ্বেত রক্তকণিকার দুটি কাজ উল্লেখ করো।
মানবদেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা :
সাধারণত তিনটি পদ্ধতির মাধ্যমে মানবদেহে মূত্র সৃষ্টি হয় ।যথা –
- i) পরাপরিস্রবন
- ii) পুনর্বিশোষণ ও
- iii) ক্ষরণ পদ্ধতি
i)পরাপরিস্রবন :
গ্লোমেরুলার রক্তচাপ ও রক্তের অভিস্রবণ চাপ এর পার্থক্য বৃক্কিয় ধমনী থেকে জল, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতিকে পরিস্রাবিত করে বাওম্যান’ ক্যাপসুল বিবরে গ্লোমেরুলাস এর পরিস্রবক তরল হিসেবে জমা করে।
ii)পুনর্বিশোষণ :
পরিস্রাবিত তরল বৃক্কীয় নালি পথে যাওয়ার সময় নালিকগাত্রস্ত কোশ ওই তরল থেকে সম্ভাব্য পরিমাণ জলের সঙ্গে শর্করা, লবণ , অ্যামিনো অ্যাসিড ও কিছুটা ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি শোষণ করে দেশে ফিরিয়ে দেয়।
iii) ক্ষরণ :
বিজাতীয় বস্তু ও বিভিন্ন মৌলের আয়ন ক্ষরিত হয়ে নালিকাস্থিত তরলে মিশ্রিত হয়। এই তরলই প্রকৃত পক্ষে মূত্র। মূত্র সংগ্রাহক নালিকার মাধ্যমে গবীণিতে প্রবেশ করে ও পরিশেষে মূত্রথলিতে সঞ্চিতা হয়।
শ্বেত কণিকার দুটি কাজ :
- শ্বেত রক্তকণিকার ইওসিনোফিল, হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধ করে।
- শ্বেত রক্তকণিকার নিউট্রোফিল রোগ জীবাণুকে ভক্ষণ করে ধ্বংস করে ।
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]