
অধ্যায়:-
১. আঞ্চলিক শক্তির উত্থান।
২. ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা।
১. দেওয়ানির অধিকার, দ্বৈতশাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর কীভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল ? (১০০ থেকে ১২০ শব্দে লেখা)।
উত্তর:- ১৭১৭ খ্রিস্টাব্দে দিল্লির মুগল সম্রাট ফারুকসিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন যা । ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। এই ফরমান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফরমান মােতাবেক কোম্পানি বাংলাদেশে যে সমস্ত বিশেষ বাণিজ্যিক অধিকার ও অন্যান্য সুযােগ-সুবিধা পেয়েছিল তাতে বাংলায় তাদের অবাধ বাণিজ্যের পথ খুলে যায়। ফলে বাংলার নবাবের সঙ্গে কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি হয় । মীর কাসেম দেশি-বিদেশি সমস্ত বণিকদের | দেয় শুল্ক তুলে দেন যার পরিণতি হলো মির কাশেমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরাসরি বিরােধ। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব বাংলার জনগণের কাছে একেবারেই শুভ ছিল না কারণ এই ব্যবস্থায় বাংলার অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার ছিল ব্রিটিশ কোম্পানীর হাতে । কোম্পানিও বেশি করে রাজস্ব আদায়ের দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছিল, কুশাসন ও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা বেড়ে গিয়েছিল। ফলস্বরূপ বাংলায় দেখা দিয়েছিল ভয়াবহ দুর্ভিক্ষ যা ছাত্রের মন্বন্তর’ নামে পরিচিত।
২. নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করো।
উদ্যোগ | প্রশাসক | অন্যান্য উদ্যোগ |
১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানী বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে । | ওয়ারেন হেস্টিংস | ১. প্রতি জেলাতে একটি দেওয়ানী ও একটি ফৌজদারি আদালত তৈরি করেন , ২. একটি রেভিনিউ বোর্ড গঠন করে রাজস্ব সংক্রান্ত বিষয়ের তথ্য অনুসন্ধান এর নির্দেশ দেন । |
দেওয়ানী সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িক্ত আলাদা করা হয় । | লর্ড কর্নওয়ালিস | ১. জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানার ব্যবহার প্রচলন করেন , ২. ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তোলেন । |
প্রসাশনিক ব্যয় কমতে চেয়েছিলেন । | লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক | ১. ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে আবার ভারতীয়দের নিয়োগ করেন , ২. এলাহাবাদ বারানসি অঞ্চলের মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন |
৩. নিচের শব্দ ছকটি পুরশ করাে।
উপর নীচ
১. বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা।উত্তর :– জোনাথন ডানকান ।
২. যার প্রস্তাব অনুমায়ী তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা করা হয়েছিল।
উত্তর :- চার্লস উড
৩. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হিন্দু কলেজ তৈরির সাথে যুক্ত ছিলেন।
উত্তর :- এডোওয়ার্ড হাইডইস্ট
৪. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।
উত্তর :- ওয়ারেন হেস্টিংস ।
৫. ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা।
উত্তর :- ব্যাপ্টিস্ট মিশন ।
৬. হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন, অন্যতম শিক্ষা অনুরাগী।
উত্তর :- ডেভিড হেয়ার ।