Model Activity Task Class 7 January 2022 All Subject pdf
Contents
[Part 8] Class 7 Model Activity Task Math Part 8-সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
Model Activity Task
Sub:- Math
বিষয় :- গণিত
Class 7 (সপ্তম শ্রেনী)
Part 8

Class 7 Model Activity Task Math Part 8
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : (Model activity task class 7 november)
1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQ) 1 × 8 = 8
(i) কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় —
(a) বাহু-বাহু-বাহু
(b) বাহু-কোণ-বাহু
(c) কোণ-কোণ-বাহু
(d) কোণ-কোণ-কোণ
উত্তর: (d) কোণ-কোণ-কোণ
(ii) 4/49 বর্গসেমি. ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে
(a)
(b) 2/7 সেমি.
(c) 2 সেমি.
(d) 7 সেমি.
উত্তর: (b) 2/7 সেমি.
(iii) 1.69 -এর বর্গমূল হলাে
(a) 13
(b) 1.3
(c) 0.13
(d) 13.03
উত্তর: (b) 1.3
(iv) xy =
(a) (x+y)² – (x-y)²
(b) (x+y)² + (x-y)²
(c)
(d)
উত্তর: (c)
(v) যখন কোনাে ট্রেন কোনাে সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে
(a) ট্রেনটির নিজের দৈর্ঘ্য
(b) সেতুর দৈর্ঘ্য
(c) ট্রেনটির নিজের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য
(d) সেতুর দৈর্ঘ্য – ট্রেনটির নিজের দৈর্ঘ্য
উত্তর: (c) ট্রেনটির নিজের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য
(vi) ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল =
(a) (বাহুর দৈর্ঘ্য)²
(b) বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি
(c) 1/2 (ভূমির দৈর্ঘ্য + উচ্চতা)
(d) 1/2 ভূমির দৈর্ঘ্য × উচ্চতা
উত্তর: (d) 1/2 ভূমির দৈর্ঘ্য x উচ্চতা
(vii) a² – b² =
(a) (a+b)²
(b) (a–b)²
(c) (a+b) (a–b)
(d) (a+b)² + (a–b)²
উত্তর: (c) (a+b) (a–b)
(viii)
রাস্তাসহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ হলাে যথাক্রমে
(a) 23 মি., 21 মি.
(b) 29 মি., 21 মি.
(c) 26 মি., 21 মি.
(d) 26 মি., 15 মি.
উত্তর: (d) 26 মি., 15 মি.
Class 7 Model Activity Task Math Part 8 Combined
2. সত্য/মিথ্যা (T/F) লেখাে : 1 × 8 = 8
(i) (x + y)² -এর সূত্র থেকে (x – y)² -এর সূত্র নির্ণয় করতে y-এর পরিবর্তে (–y) লিখতে হবে।
উত্তর: সত্য
(ii) (4 – x) (x – 4) = 16 – x²
উত্তর: মিথ্যা
(iii)
চিত্রে, ∠1 ও ∠2 পরস্পর অনুরূপ কোণ।
উত্তর: মিথ্যা
(iv)
চিত্রে, বিষমবাহু Δ ABC-এর একটি উচ্চতা AD। AD ত্রিভুজটির একটি মধ্যমা।
উত্তর: মিথ্যা
(v) দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলাে দ্বিস্তম্ভ লেখ।
উত্তর: সত্য
(vi) প্রথম ট্রেনের গতিবেগ x কিমি./ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ y কিমি./ঘন্টা। ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মােট যাবে (x – y) কিমি.।
উত্তর: মিথ্যা
(vii)
চিত্রে, ∠1 ও ∠2, কোণ জোড়াকে একান্তর কোণ বলা হয়।
উত্তর: মিথ্যা
(viii) x-এর যেকোনাে মানের জন্য, (x+5) × (x+3) = x²+8x+15 -এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয়। তাই এটি একটি অভেদ।
উত্তর: সত্য
Class 7 Model Activity Task Link :
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ
[Part-8] মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ ও শরীরশিক্ষা
3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : 2 × 6 =12
(i) গণিতের ভাষায় সমস্যাটি হলাে,
গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতি সম্পর্কের সাহায্যে x-এর মান নির্ণয় করাে।
উত্তর:
(ii)
তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করাে।
উত্তর:
Class 7 Model Activity Task Math Part 8 Combined
(iii) m + 1/m = – P হলে, দেখাও যে, m² + 1/m² = P² – 2
উত্তর:
(iv) \sqrt{2} -এর দুই দশমিক স্থান, পর্যন্ত আসন্ন মান নির্ণয় করাে।
উত্তর:
(v) ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখাে।
উত্তর: ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো –
১) বাহু – বাহু – বাহু অথবা, S – S – S
২) বাহু – কোণ – বাহু অথবা, S – A – S
৩) কোণ – কোণ – বাহু অথবা, A – A – S
৪) সমকোণ – অতিভুজ – বাহু অথবা, R – H – S
(vi) x+y=5 এবং x–y=1 হলে, 8xy (x²+y²)-এর মান নির্ণয় করাে।
উত্তর: x + y = 5 এবং x–y=1
∴ 4xy = (x+y)² – (x-y)²
= (5)² – (1)²
= 25 – 1
= 24
∴ 2(x²+y²) = (x+y)² + (x-y)²
= (5)² + (1)²
= 25 + 1
= 26
∴ 8xy(x²+y²)
= 4xy.2(x²+y²)
= 24.26
= 624 (Answer)
Class 7 Model Activity Task Math Part 8 Combined
4. (i) সংখ্যারেখায় (6) + (–2)-কে দেখাও।
উত্তর:
(ii) প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করাে :
14x⁴y⁶ – 21x³y⁵, – 7x³y⁴, যেখানে x ≠ 0, y ≠ 0
উত্তর:
5. (i) ABC একটি ত্রিভুজ আঁকো যার BC = 5.5 সেমি, ∠ABC = 60° ও ∠ACB = 30° ।
উত্তর:
(ii) করিমচাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিমচাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা নির্ণয় করাে।
উত্তর:
(iii) 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলাে। রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলােমিটার নির্ণয় করাে।
উত্তর:
Class 7 Model Activity Task Math Part 8 Combined
Class 7Model Activity Task Link :
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ
[Part-7] মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ ও শরীরশিক্ষা
Model Activity Task Class 7 Science Part 8
Class 7 Model Activity Task English Part 8