Class 6 Model Activity Task History Part 6 -ইতিহাস (ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয় )
Contents
Model Activity Task
Class 6
Sub:- History (ইতিহাস)
Part 6

পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
১. শূন্যস্থান পূরণ করো :
(ক) জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো_______
উত্তরঃ তীর্থঙ্কর
(খ) আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন _______
উত্তরঃ মক্খলি গোসল
(গ) সুপ্ত ও বিনয় পিটক সংকলিত হয়েছিল _________ বৌদ্ধ সংগতির সময় ।
উত্তরঃ প্রথম
২. সত্য মিথ্যা নির্ণয় করো ।
(ক) পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋকবেদ।
উত্তরঃ মিথ্যা
সঠিক : পরবর্তী বৈদিক সাহিত্য হলো ঋকবেদের পরে লেখা বৈদিক সাহিত্য। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋকবেদ , কিন্তু পরবর্তী বৈদিক যুগ জানা যায় পরবর্তী বৈদিক সাহিত্য থেকে ।
(খ) ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাশ ।
উত্তরঃ সত্য
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
(গ) প্রায় ছ-বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন।
উত্তরঃ মিথ্যা
সঠিক : প্রায় ছ-বছর তপস্যা করার পর মহাবীর নয় সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন।
৩.১ একটি বা দুটি বাক্যে লেখো:
(ক) মেগালিথ কি ?
উত্তরঃ মেগালিথ হলো বড় পাথরের সমাধি। ভারতের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড়ো বড়ো পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত। সমাধি গুলি দেখতে বিভিন্ন রকম হতো। কোথাও বড় বড় পাথর দিয়ে বৃত্তাকরে সাজানো, কোথাও অনেক গুলি পাথর ঢাকা দেওয়া রয়েছে একটি পাথর দিয়ে , আবার কোথাও পাহাড় কেটে গুহার ভেতরে সমাধি। এই সমাধি গুলি থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহরের জিনিস পত্র পাওয়া গেছে । কাশ্মীরের বুরজাহোম, রাজস্থানের ভরতপুর, ইনমগও বিখ্যাত মেগালিথ কেন্দ্র ।
(খ) জাতকের গল্পের মূল বিষয় বস্তু কি ?
উত্তরঃ ত্রিপিটকের মধ্যে জাতক নামে কিছু গল্প রয়েছে । মনে করা হয় গৌতম্বুদ্ধ এর আগেও অনেক বার জন্মেছিলেন , সেই আগের এক একটি জন্মের কথা জাতকের এক একটি গল্পে বলা হয়েছে । প্রতিটি গল্পের মধ্যে কিছু না কিছু উপদেশ রয়েছে ।
৪. নিজের ভাষায় লেখো তিন চারটি বাক্যে :
নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক ভারতের ইতিহাসে ধর্ম আন্দোলনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অধ্যায়। এই সময় ব্রহ্মণ্য ধর্মের প্রতিবাদী ধর্ম সরূপ ভারতবর্ষে বৌদ্ধ, জৈন সহ আরও ৬৩ টি ধর্মের আবির্ভাব ঘটে ।
নব্যধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণ সমূহ :
ধর্মীয় কারণ : প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম প্রাঞ্জলতা হারিয়ে জটিল, ব্যয়বহুল, আচার অনুষ্ঠান ও পুরোহিত শ্রেণীনির্ভর হয়ে ওঠে। পুরহিত শ্রেণীর প্রতিপত্তি ও ক্রমবর্ধমান চাহিদা ধর্মকে জটিল করে তোলে।
সামাজিক কারণ : পূর্বে কাজের ভিত্তিতে সমাজে শ্রেণী ভাগ ছিল। পরে জন্মগত হয়। যার ফলে জাতিবেদ প্রবল হয় । তাই সমাজে নতুন ধর্মমতের চাহিদা তৈরি হয়েছিল।
অর্থনৈতিক কারণ : সুদ খাটানো ও সমুদ্রযাত্রাকে ব্রহ্মণরা ভালো ভাবে দেখতো না ।
রাজনৈতিক কারণ : ধীরে ধীরে ক্ষত্রিয়দের ক্ষমতা আরও বাড়তে থাকে। ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সমান ক্ষমতার দাবি করতে থাকে। এই ভাবে সমাজে কিছু অংশের মানুষ ব্রাহ্মণদের বিরোধিতা করতে শুরু করেছিল। তাই সমাজে নতুন ধর্মমতের চাহিদা গড়ে উঠেছিল।
পঞ্চম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4296″]
ষষ্ঠ শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4401″]
সপ্তম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4403″]
অষ্টম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4404″]
দশম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4297″]
নবম শ্রেনীর সমস্ত বিষয়
[ninja_tables id=”4432″]